Director




প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক

শুভানুধ্যায়ী............

আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা।

উত্তর জনপদের গাইবান্ধা জেলাধীন একটি গুরুত্বপূর্ণ উপজেলা, পলাশবাড়ী। শিক্ষা ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় মানব সম্পূন্ন (Quality Insure) শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। বিশেষ করে আবাসিক সুবিধাসহ শিক্ষা প্রতিষ্ঠান খুব একটা নেই বললেই চলে। হোপ ইন্টারন্যাশনাল স্কুল ও হোপ পাবলিক স্কুল পলাশবাড়ী আবাসিক/অনাবাসিক ও ডে-কেয়ার সুবিধাসহ শিক্ষা পদ্ধতির সর্বাধিক প্রযুক্তি ব্যবহার করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। 

পলাশবাড়ীতে একটি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান করার অভিশ্রয়ে কাজ করছি । বর্তমান য়ুগ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তির সুপারসনিক যুগ। (Day By Day)নতুন নতুন উদ্ভাবন,সংশোধন, রুপান্তরের ভিতর দিয়ে বিশ্বজুড়ে ডিজিটাল তথ্য প্রযুক্তির ব্যাপক বিকাশ ও ব্যবহার চলছে।আমরা যা বাস্তবায়ন করছি।

সম্মানিত অভিভাবকগনকে আমাদের প্রতিষ্ঠান পরিদর্শননে আমন্ত্রন জানিয়ে হোপ ইন্টারন্যাশনাল গতিশীল ও শক্তিশালী করে ভবিষ্যৎ ধ্রুতারার মত উজ্জল চেষ্টা অব্যহত থাকবেই।

 

মোঃ মতিয়ার রহমান লাভলু

পরিচালক- হোপ ইন্টারন্যাশনাল স্কুল ও হোপ পাবলিক স্কুল

ঘোড়াঘাট রোড, পলাশবাড়ী পৌরসভা, গাইবান্ধা।